সাইফুল ইসলাম সুমন, জুড়ী : ‘থাবাল চোংবা’ অর্থাৎ ‘চাঁদের আলোতে নৃত্য’ ভারতের মণিপুর রাজ্যের একটি ঐতিহ্যবাহী নাচ। এতে পুরুষ ও নারীরা বৃত্তাকারে দাঁড়িয়ে হাতে হাত ধরে নৃত্য করে।
এই জনপ্রিয় মণিপুরী লোকনৃত্য ভারতের ইয়াওসাং উৎসবের সঙ্গে সম্পর্কযুক্ত। বসন্ত ঋতুতে পাঁচদিন ধরে ’থাবাল চোংবা’ নৃত্যের আয়োজন করা হয়। মেইতেই বর্ষপঞ্জির ‘লামদা’ মাসের পূর্ণিমার দিন থেকে আরম্ভ করে ইয়াওসাং উৎসবের সমান্তরালে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়।
প্রথা রয়েছে যে, এ উৎসবের মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী বেছে নেন মণিপুরি তরুণ-তরুণীরা। এ লক্ষ্যে সন্ধ্যার পরপরই উন্মুক্ত একটি মাঠে জড়ো হতে থাকেন তারা। এরপর বাদ্যযন্ত্রে সুর তোলেন কয়েকজন তরুণ। আর সেই সুরের তালে মণিপুরিদের নিজস্ব পোশাক পরে তরুণ-তরুণীরা হাতে হাত রেখে বিশেষ যুগল নৃত্য পরিবেশন করেন।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামে রবিবার, ৩১ মার্চ রাতে আকর্ষণী এ উৎসব অনুষ্ঠিত হলো।
উৎসবটির আয়োজকরা জানান, এ উৎসবে মণিপুরি তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীসহ নানা বয়সের মানুষ অংশ নেন।
’থাবাল চোংবা’ উৎসবের নৃত্যে অংশ নিয়ে জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা বলেন, ছোট ধামাই এলাকায় যুগ যুগ ধরে এ উৎসবের আয়োজন হয়ে আসছে।
’থাবাল চোংবা’ উৎসবে নৃত্যে ঢোল ও ব্যান্ডের তালে তালে আর গানের সুরে সুরে আন্দোলিত হয় পা আর সঙ্গীর হাতে ধরা দৃঢ়বদ্ধ হাত। প্রথমে শুরু হয় মৃদুলয়ে; কিন্তু ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হতে থাকে তাল ও লয়। নৃত্যের তালে তালে এ মানবশৃঙ্খল কখনও রচনা করে বৃত্ত বা অর্ধবৃত্ত; আবার কখনও এঁকেবেঁকে চলতে থাকে সর্পিল গতিতে। এভাবে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয় নৃত্যের এ অনুষ্ঠান। গ্রামের প্রবীণরা চারদিকে গোল হয়ে বসে তা উপভোগ করেন।
Leave a Reply