জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো মোসলেহ উদ্দিনকে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
সোমবার, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) সকাল সোয়া ৭টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ আছর বেলাগাঁও-কন্টিনালা জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
চেয়ারম্যান মোসলেহ উদ্দিনের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, মো. মোসলেহ উদ্দিন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজ ও বাংলাদেশ টুডে পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পিতা।
Leave a Reply