জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং মৎস্য অধিদপ্তর ও এফএও বাংলাদেশের অর্থায়নে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড মো আরিফ হোসেন, কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক মো সামছু উদ্দিন, প্রথম আলো পত্রিকার জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ভোরের কাগজ পত্রিকার জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী মোহাম্মদ দ্বীন ইসলাম, বেলাগাঁও বিল নার্সারি সিবিও সভাপতি মো ফৈয়াজ সরকার, বেলাগাঁও অভয়াশ্রম সিবিও সভাপতি আব্দুর রব, নিশ্চিন্তপুর কুয়ায় মাছ চাষ সিবিও সভাপতি মো তবারক আলী, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, আমতৈল বিল নার্সারির সভাপতি মো নাজিম উদ্দিন, ক্যাশিয়ার আলতী রানী বিশ্বাস, ব্রুডমাছ সমিতির সভাপতি সুক্তন বিশ্বাস প্রমুখ।
সভায় মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য চাষ ও ব্যবস্থাপনায় শীতকালীন, তীব্র তাপদাহ, বন্যাকালীন ও বজ্রপাত নিয়ে আগাম সতর্কতা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।