জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে আরমান আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার, ২২ জুন গভীর রাতে উপজেলার গরেরগাঁও গ্রামে এ ঘটে।
আরমান আহমদ উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত একই গ্রামের তৈমুছ আলীর ছেলে রফিক মিয়া (৪২) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার, ২৩ জুন (৯আষাঢ়) আরমান আহমদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ খুনের ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
তবে জুড়ী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫) ও তুহিন আহমেদ (১৬) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)।
থানা সূত্রে জানা গেছে, সেদিন গভীর রাতে গরেরগাঁও গ্রামে রফিক মিয়ার উপর হামলা করে তানভীর আহমেদ। এ সময় আরমান আহমদকে ঘর থেকে ডেকে এনে বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আরমান আহমদের মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান আহমদকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, আরমান আহমদের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাইন উদ্দিন জানান, খুনের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
Leave a Reply