জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৩০ আগস্ট বাদ জুম্মা জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বিএনপি নেতা মো নিজাম উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাছুম রেজা। জাঙ্গিরাই গ্রামের বিশিষ্ট মুরব্বি সুদন মিয়ার সভাপতিত্বে ও আয়োজক মো নিজাম উদ্দিনের সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ক্বারি মো আব্দুর রাশিদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো লিয়াকত আলী, সহসভাপতি এম এ মোহাইমিন শামীম, আব্দুল কাইয়ুম, ডা মোস্তাকিম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমেদ।
Leave a Reply