জুড়ী থেকে সংবাদদাতা : ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। সকালে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের ফিল্ড অফিসার সুজাউদ্দৌলার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খুশি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply