জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত ও কয়েকটি গাড়ি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পরিবহন শ্রমিকও রয়েছেন। শ্রমিক আহত ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ঘটনায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার, ৭ জুন দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল পক্ষের নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদের নেতৃত্বে ১৫/২০টি মোটরসাইকেল আরোহী নিয়ে একটি মিছিল উপজেলা সদরের চৌমোহনী থেকে নিউমার্কেট এলাকায় আসে।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল পক্ষের নেতা সদর জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে আরকিট মিছিল জুড়ী কলেজ থেকে নিউমার্কেট পৌঁছলে দুই মিছিল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় সিএনজি অটোরিকশার কয়েকজন শ্রমিক আহত ও কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনায় শ্রমিকরা তাৎক্ষণিক রাস্তা অবরোধ করেন।
খবর পেয়ে জুড়ী থানার অফিসা ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সদর জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম জানান, তাদের একটি শান্তিপূর্ণ মিছিল নিউমার্কেট এলাকায় পৌঁছলে ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদের নেতৃত্বে ১০/১৫টি মোটরসাইকেল আরোহীরা মিছিলে হামলা করে।
অন্যদিকে ছাত্রলীগ নেতা হুমায়ন রশীদ জানান, তারা প্রায় দিনই নেতাকর্মীদের নিয়ে কলেজে আসা যাওয়ার পথে জুড়ী শহরে শান্তি মিছিল করেন; কিন্তু আজ তাদের মিছিলটি নিউমার্কেট এলাকায় এলে ইকবাল ভূঁইয়া উজ্জ্বল ও সদর জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে তাতে অতর্কিত হামলা চালানো হয়। তাদের সঙ্গে যুবদল নেতা সুলেমান সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও ছিল।
হামলার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল বলেন, ‘ছাত্রলীগের দু’পক্ষের মিছিল নিয়ে একটি ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। আমি হামলার সঙ্গে জড়িত নই।’
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এরপরও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।
Leave a Reply