সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারের তরুণ ব্যবসায়ী জীবন দাসের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনেও মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকালে ২৮ গ্রামবাসীর উদ্যোগে বোয়ালিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
বোয়ালিয়া বাজার কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, বড় ভাকৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ দাস, বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পবিত্র মোহন দাস ও অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস।
এ হত্যাকাণ্ডের ব্যাপরে মামলা দায়েরের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply