নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান, তার পরিবার এবং আন্তর্জাতিক ও দেশীয় পাকিস্তানি দোসররা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো; কিন্তু মহান আল্লাহর রহমত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের হাল ধরে এখন দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন।
জাতীয় শোকদিবস উপলক্ষে রবিবার, ১৩ আগস্ট বিকেল ৪টায় সিলেটে ছাত্রলীগ আয়োজিত শোকমিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দিচ্ছিলেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে শোক মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যায়।
সেখানে আয়োজিত সমাবেশে আনোয়ারুজ্জামান চৌধুরী ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে যেতে হবে। ঘাবড়ালে চলবেনা।
শোক মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
Leave a Reply