বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু গণতন্ত্রের প্রবর্তনই করেন নি-কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয় তাও শিখিয়ে দিয়ে গেছেন। বাকশালী সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন জিয়ার আদর্শের সৈনিকরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই ছাড়বে। গণতন্ত্রকে অবরুদ্ধ করে ‘অবৈধ’ বাকশালী সরকার নিজেকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে। গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে
বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরীর সোবহানীঘাটে আগ্রা কমিউনিটি সেন্টারে বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাবেক জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু প্রমুখ।
আলোচনা শেষে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিখোঁজ এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ও আনসার আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply