বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিন্ন হতে পারতো। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সুখী-সমৃদ্ধ জাতি গঠনের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। তার জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকত না।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে রবিবার বিকেলে মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জিয়াউর রহমান সততা, গভীর দেশপ্রেম ও নেতৃত্বের দৃঢ়তা সহ নানা গুণাবলীর মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। তাকে যারা ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করবে সময়ের ব্যবধানে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। জিয়া, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও গণতন্ত্র একই সূত্রে গাথা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও একেএম তারেক কালাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দীকি ও মো মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, দফতর সম্পাদক অ্যাডভোকেট মো ফখরুল হক, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান প্রমুখ।
Leave a Reply