বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর মিলাদ মাহফিল, শিরণী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি এ বি এম সাদেক জুনেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এম এ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, মাহবুব চৌধুরী ও প্রচার সম্পাদক শামীম মজুমদার।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়ারিছ উদ্দিন। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউছসুন্নাহ্ চৌধুরী নার্জিস, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, সদস্য সৈয়দ হাসান মাহমুদ বাবু, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল সেলিম, বিএনপি নেতা সারভেছ আহমদ ছাবু, শাহাব উদ্দিন ছয়াব, দিলাল আহমদ, যুবদল নেতা এখলাছ আহমদ, সোহেল আহমদ প্রমুখ।
Leave a Reply