বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে।
সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকোর মাগফেরাত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আহবায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মামুন, মাহবুবুল হক চৌধুরী, সাবেক সহসভাপতি এ কে এম তারেক কালাম, সদর উপজেলা সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনর নেতা আ ফ ম কামাল, দিদার ইবনে তাহের লস্কর, অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, মনিরুল ইসলাম তুরণ, মাহবুব আলম, মইনুল ইসলাম মঞ্জু, বখতিয়ার আহমদ ইমরান, শামসুর রহমান শামীম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply