নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে।
বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিএনপির জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক আহ্বান জানিয়েছেন।
Leave a Reply