মৌলভীবাজার প্রতিনিধি : মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার দুপুরে চৌমোহনা এলাকা থেকে ৫ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জুগিডর এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান ও জ্যেষ্ঠ সহ সভাপতি মো ফয়জুল করিম ময়ুনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply