বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জিয়াউর রহমান জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। পঁচাত্তর সালে রাজনৈতিক পটপরিবর্তনে দেশ-জাতির ক্রান্তিলগ্নে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনায় আত্মনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেন নতুনরূপে। এছাড়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকশালী শাসনে নিষ্পেষিত জাতির ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় মহানগরীর দরগাগেটে কেমুসাস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, উপদেষ্টা শহীদ আহমদ ও মাজহারুল ইসলাম ডালিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অপপ্রচারে কান না দিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে দলীয় কার্যক্রমকে সুসংহত করার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
Leave a Reply