নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজার, তাঁতিপাড়া ও হাওয়াপাড়া এলাকায় খালের উপর নির্মিত দেয়াল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃতে এই অভিযান শুরু করা হয়।
এ সময় মেয়র জানান, খাল সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, উপরে অবৈধ স্থাপনা নির্মাণ করায় খালটি ক্রমশ ছোট হয়ে ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply