জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অকাল প্রয়াত রজব আলী খান নজীবের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয় কেকও কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিতা সিনহা, জিডিএফ উপদেষ্টা সমিক সহিদ জাহান, মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, জাবেদ আহমদ, বন্ধুমহলের হরিপদ দে, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ।
এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রজব আলী খান নজীবের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply