গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে খতমে কুরআন, ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার মহানগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জিডিএফ মহাসচিব-নির্বাহী পরিচালক মো বায়জিদ খান। ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীতশিল্পী কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, ইউএসএআইডির ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক, আনন্দ নিকেতন স্কুলের শিক্ষক সাহানের নূর রুমি, বালাগঞ্জের পশ্চিম ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসাদ্দেক সাজুল ও বাংলাদেশ বেতার সিলেটের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন, জিডিএফ কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমিন ও সুপারভাইজার রায়হান খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী কয়েছ মিয়া।
এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুমহলের পক্ষ থেকে জিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক ও উপহার সামগ্রী প্রদান করেন, সৈয়দ মাহমুদুল হক সহ অতিথিবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply