জিটিভির চিফ নিউজ এডিটর-সিএনই, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক ও ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএর বাংলাদেশ কোঅর্ডিনেটর ইকবাল করিম নিশান ফ্রান্স হিউম্যানিটি অ্যাওয়ার্ড লাভ করেছেন।
রবিবার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি মেরির হলে এই অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন তুলুজ সিটির ডেপুটি মেয়র জিলানি লাহিয়ানী।
ফ্রান্সের বৃহত্তম শহর তুলুজে ফ্রান্স বাংলাদেশ সোস্যাল এন্ড এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ্ই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে তুলুজ সিটির ডেপুটি মেয়র জিললী লাহিয়ানী ইকবাল করিম নিশানের ভূয়শী প্রশংসা করেন।
ইকবাল করিম নিশান বাংলাদেশের চট্টগ্রামের সন্দীপের সন্তান।
Leave a Reply