পীর-এ কামেল হযরত নাজির হোসেন ফকির ওরফে জিঞ্জির শাহর (র) দুই দিনব্যাপী ৩১তম বার্ষিক ওরস মাহফিল শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
পরদিন রবিবার ভোরে আখেরি মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে ওরস মাহফিল শেষ হবে।
মহানগরীর ২৬নং ওয়ার্ডের পুরাতন স্টেশন রোডে জিঞ্জির শাহর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ওরস মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে, পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, রওজা গোসল, গিলাপ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমূলক গানের আসর, জিকির-আজকার, আখেরি মোনাজাত ও তবরক বিতরণ।
কর্মসূচিতে অংশগ্রহণ করে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য জিঞ্জির শাহর (র) মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দের প্রতি মাজারের মোতওয়াল্লি মো নূর হোসেন ও প্রচার কমিটির আহবায়ক মো জমির হোসেন আহবান জানিয়েছেন।
Leave a Reply