সিলেট সদর উপজেলায় জায়ফর আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি খতনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার টুকেরবাজার ইউনিয়নের নোয়া খুরুমখলা এলাকায় ফ্রি খতনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জায়ফর আলী কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ড মোসতাহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ফারুক আহমদ, এশিয়া ডেভেলাপার্সের পরিচালক মো আলমগীর, ব্যবসায়ী মো সাজ্জাদ খান, মোতায়াল্লি মো তাহির আলী, মো রেওয়ান রনক চৌধুরী, জায়ফর আলী মোহাম্মদীয়া কোরআনিক গার্ডেনের পরিচালক মাওলানা সাজ্জাদুর রহমান, সংগঠক মো ফুল মিয়া, মো শাফি চৌধুরী, সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী গোলাব, জায়ফর আলী কল্যাণ ট্রাস্টের প্রকাশনা সম্পাদক আবু বক্কর আল আমিন, ইমরান আহমদ, শামীম আহমদ, আখলাকুল আম্বিয়া, ড সিহাব ও মনতাজ মিয়া প্রমূখ।
২২ জন গরীব শিশুর ফ্রি খতনা দেয়া হয়।
Leave a Reply