হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগ মুক্তি কামনা করে হবিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
পরে একই মঞ্চে হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরসহ করোনাকালীন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply