জাস্ট হেলপ সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের উদ্যোগে হতদরিদ্র ও দিনমজুর মানুষের জন্যে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমার বাজারে আই হসপিটালে এই ক্যাম্প উদ্বোধন পর্বে আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রোটারিয়ান পিপি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট রোটারিয়ান মো মুবিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জাস্ট হেল্প ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ বক্ত মজুমদার ভিরু, রোটারিয়ান পিপি আফসর আহমদ বকুল, রোটারিয়ান পিপি লিয়াকত শাহ ফরিদী, রোটারিয়ান সিরাজ উদ্দিন, রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনি, রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান আবু তৈয়ব দিপু, রোটারিয়ান সাঈদ আহমদ, রোটারিয়ান মনিরুজ্জামান মনি ও এলাকার মুরব্বি মো রাশিদ আলী।
ক্যাম্পে ২ শতাধিক দরিদ্র মানুষেকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বাছাইকৃত রোগীদের পরবর্তী সময়ে অপারেশন করানো হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply