সিলেট মহানগরীতে জাল দলিল তৈরির মাধ্যমে ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ করা হয়েছে।
রবিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগরীর শিবগঞ্জ আদিত্যপাড়ার এস রীনা দেবী টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক মিয়া ও তার ছোট ভাই সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এস রীনা দেবী অভিযোগ করেন, আজিজুর রহমান মানিক মিয়া ও আজাদুর রহমান আজাদের নেতৃত্বাধীন একটি চক্র তার পরিবারের উপর একের পর এক হামলা চালাচ্ছে। হয়রানি করছে মামলা দিয়ে। তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে হত্যার হুমকিও দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, এই চক্র এস রীনা দেবীদের ভূমি তাদের নামে নামজারি করানোর বারবার চেষ্টা চালায়; কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। পুলিশ ও ভূমি প্রশাসনের তদন্তে ভূমি দস্যুদের কাগজপত্র ভূয়া ও জাল প্রমাণিত হয়েছে। এতে দিশেহারা হয়ে ভূমিখেকো চক্র ১৫ অক্টোবর রাত দেড়টায় বালু ভর্তি ট্রাক বাড়ির গেটের সামনে রেখে তাদের চলাচলের পথ বন্ধ করার চেষ্টা চালায়। বিষয়টি ফোনে পুলিশ কমিশনারকে জানালে পুলিশ পথ খুলে দেয়।
অনুমোদন পাওয়ার পরও সন্ত্রাসীদের ভয়ে তারা বাসায় পানির লাইন টানতে পারছেন না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
Leave a Reply