র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ জাল টাকা তৈরির সরঞ্জাম সহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে এএসপি বেল্লাল হোসেন মল্লিক সহ কানাইঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ডালাইচর নয়ামাটি গ্রামের রঞ্জন মালাকারের ঘরে জালনোট প্রস্তুতের সময় কালো রংয়ের ডাইস, কাগজ, কাঠের হাতল যুক্ত ব্রাশ, তরল পদার্থ ও কাঁচি সহ দ্ইুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, এমদাদ উল্লাহ (পিতা মৃত ওসমান আলী, শিবনগর, কানাইঘাট, সিলেট) ও গীতা রানী মালাকার (স্বামী রঞ্জন মালাকার, ঢালাইচর নয়ামাটি, কানাইঘাট, সিলেট)।
Leave a Reply