নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বুধবার দুপুরে মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো শুনানি শেষে মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আদেশ দেন।
মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
অসুস্থতার কারণে রাগীব আলীকে আদালতে হাজির করা হয়নি। তবে আব্দুল হাই আদালতে উপন্থিত ছিলেন।
১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে সিলেট মহানগরীর উপকণ্ঠে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করে নেন রাগীব আলী। ২০০৫ সালের ২৭শে সেপ্টেম্বর প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার ভূ-সম্পত্তি আত্মসাতের অভিযোগে কোতয়ালি থানায় দুইটি মামলা দায়ের করেন সিলেট সদর উপজেলার তৎকালীন ভূমি কমিশনার এসএম আব্দুল হাই। দীর্ঘ তদন্ত শেষে এ বছরের ১০ই জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেয়।
এর পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে রাগীব আলী সপরিবারে ভারতে পালিয়ে যান; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে ধরা পড়েন। ঐদিনই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ভারত থেকে দেশে ফেরার সময় রাগীব আলীর ছেলে আব্দুল হাই গ্রেফতার হন।
Leave a Reply