নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো মামলার রায়ে এ আদেশ দেন।
এর আগে সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তায় রাগীব আলী ও আবদুল হাইকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর আদালতে হাজার কোটি টাকা সম্পদ আত্মসাৎ ও প্রতারণার অপর মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে।
জালিয়াতির মামলার রায়ে ৪৬৬ ও ৪৬৮ ধারায় ৬ বছর করে এবং ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ৪টি পৃথক ধারায় ১৪ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে আরো ৩ মাস কারাভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মিছবাহ উদ্দিন সিরাজ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।
Leave a Reply