নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে আয়োজিত দ্বিতীয় জালাল-নাহার স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোহেল-আবির জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় এই জুটি ২-০ সেটে সঞ্চয়-অপু জুটিকে পরাজিত করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পানসী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু বকর। এছাড়াও ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির পরিচালক সাদেক আহমদ চৌধুরী সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নেয়।
Leave a Reply