রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বিশ্বব্যাপী ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক সভায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম ফারুক। সম্পূরক আলোচনায় অংশ নেন পিডিজি রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী ও ডিজিএন রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ। এর আগে রোটারি প্রত্যয় পাঠ করেন, রোটারিয়ান নেছারুল হক চৌধুরী বোস্তান। সাপ্তাহিক প্রতিবেদন উপস্থাপন করেন, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।
পরে ঢাকায় চিকিৎসাধীন রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্য শিশুরোগ বিশেষজ্ঞ ডা জাকারিয়া হোসেনের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply