নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব জালালাবাদের বিনা খরচে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি কর্মসূচির সমাপনী ও এতে অংশ নেয়া বিশ্বখ্যাত বিদেশী চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট স্টেশন ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী। পরিচালনা করেন, সেক্রেটারি রোটারিয়ান তানভীর আহমদ। বক্তব্য রাখেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, ডিজিএন রোটারিয়ান আতাউর রহমান পীর, রোটারিয়ান মতিউস সামাদ চৌধুরী, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান এঞ্জলো কাপোজ্জি, রোটারিয়ান টম ফক্স ও ক্যারল হেগার।
১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মহানগরীর তেলিহাওরে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বয়সের মানুষের এই প্লাস্টিক সার্জারি করা হয়।
Leave a Reply