অমর একুশে উপলক্ষে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ‘জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সংগঠনের নিয়মিত সাপ্তাহিক সভার বিশেষ পর্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোটারিয়ান ইকবাল আহমদ। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব জালালাবাদের ডাইরেক্টর ইন্টারন্যাশনাল, রোটারিয়ান ডা জাকারিয়া আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান আতাউর রহমান পীর, ডেপুটি গভর্নর রোটারিয়ান ডা মীর মাহবুবুল আলম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারিয়ান আনহার সিকদার, রোটারিয়ান তানভীর হোসেন চৌধুরী, রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তফাদার ও রোটারিয়ান মরিয়ম জান্নাত। ধন্যবাদ জ্ঞাপন করেন, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। এছাড়া ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply