জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পাতা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও স্বেচ্ছায় রক্তদান।
মঙ্গলবার সকালে লেকচার গ্যালারির সম্মুখে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন অধ্যক্ষ ডা মো আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা মো তারেক আজাদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা.শাহ জামাল হোসেন, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা প্রমোদ রঞ্জন সিংহ, রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান অধ্যাপক ডা মো বদরুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা সৈয়দ আলমগীর সাফওয়াত, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা পারভীন আক্তার, উপ পরিচালক (সি সি) ডা আরমান আহমদ শিপলু, ডেন্টাল সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক (সি সি) ডা শফিকুল আলম তালুকদার, পেডিয়েট্রিক বিভাগের সহকারী অধ্যাপক ডা মোয়াজ্জেম হোসেন, সন্ধানীর উপদেষ্টা ডা আরিফুর রহামন, ডা হাদিন, ডা রাহাত, ডা পলাশ, সাধারণ সম্পাদক এনামূল হক, সাংগঠনিক সম্পাদক রিফাত প্রমুখ।
এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রক্ত গ্রুপের প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ এবং বিনামূল্যে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
Leave a Reply