আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর আয়োজিত আন্তঃমহানগর ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে মহানগরীর কাজীটুলায় একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শাহ নাসির উদ্দীন (র) যুব ফোরাম চ্যাম্পিয়ান ও শাহজালাল ইয়ূথ ফোরাম রানার্সআপ হয়।
জালালাবাদ যুব ফোরামের আহবায়ক মু শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড মো নজরুল হক চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সোহেল আহমদ রিপন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা জামিল আহমদ রাজু, সমাজসেবী শফিকুল আলম মফিক, যুবনেতা মুহাম্মদ ফয়জুল হক, আব্দুল হাকিম, রিয়াজ উদ্দিন, মাজহারুল ইসলাম, আব্দুস সামাদ রনি ও আবু হাসান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply