জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন উপলক্ষে এক সভা রবিবার বিকেলে মহানগরীর সুরমা টাওয়ারেসংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো এহছানুল হক তাহেরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মো নাছির মিয়া, মো আবিদুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো বেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জুবের আহমদ খান, এনজিও বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর শামীমা স্বাধীন, রেহানা ফারুক শিরিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাহাদুর হুদা চৌধুরী, মোহতাছিম বিল্লাহ মাকিন, মকসুদ হোসেইন, মো আব্দুর রহিম, মো জাহাঙ্গীর খান, মো মাসুদ আহমদ, এসএম সাব্বির আমীন তাহমিদ, মো ওবায়দুর রহমান জিল্লুর, মো আব্দুল হান্নান, খায়রুল জাফর চৌধুরী, মো আশিক আহমদ প্রমুখ।
Leave a Reply