আবু তাহির, ফ্রান্স : ফ্রান্সে বসবাসরত সিলেটের প্রবাসীদের সমস্যা সমাধানে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির দেশ ফ্রান্সে সিলেটের ইতিহাস ঐতিহ্য প্রসারে ও সিলেটের গরিব-দুস্থ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার প্যারিসের বেঙগুইস রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার আহবায়ক হেনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জালাল খান, খসরুজ্জামান, সদস্য সচিব আলী হোসেন, যুগ্ম সদস্য সচিব ওবায়দুল ইসলাম রুয়েল, সদস্য আজাদ মিয়া ও এ এইচ মিহির ।
সংগঠনের পক্ষ থেকে আগামী সেপ্টেম্বরে আমেরিকায় আয়োজিত সিলেট বিশ্ব সম্মেলনের সফলতা কামনা করা হয়।
Leave a Reply