জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসন্ন খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জাতিকে ধোকা দিয়ে যাচ্ছে। উন্নয়নের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতিকে। ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলে ঘরে ঘরে কোটি কোটি যুবককে বেকার করে দিয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর গ্রামে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও অন্যতম নেতা জঈনুদ্দিনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহ সভাপতি এ কে এম তারেক কালাম, মহানগর উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা আশরাফ আলী।
এছাড়া সোমবার রাতে মহানগরীর সোবহানীঘাট এলাকায় ১৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভায় খন্দকার আব্দুল মুক্তাদির সহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
Leave a Reply