তোফায়েল আহমেদ, মালয়েশিয়া : জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় মোহাম্মদ আক্তার মিয়াকে সভাপতি, মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ তোফায়েল আহমেদকে সাংগঠনিক সম্পাদক ও জুনেদ আহমেদকে কোষাধ্যক্ষ করে ২০১৭-২০১৮ সালের জন্য এই কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ আক্তার মিয়ার সভাপতিত্বে ও সাদেক তাপাদারের পরিচালনায় সাধারণ সভায় বক্তারা বলেন, প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলো হলো কমিউনিটির একেকটি বাগান। আর সেই বাগানের ফুল নিয়ে শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা হয়েছে।
সাধারণ সভায় বক্তারা মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা সমাধানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেই সঙ্গে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন কামাল তালুকদার, জুনেদ আহমেদ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন প্রমুখ।
নির্বাচন পরিচালনা করেন ফয়েজ উদ্দিন।
Leave a Reply