সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়নের শেখপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম আনহারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাকারিয়া উল হকের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী কর্মসূচিতে বক্তব্য রাখেন, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর সাবেক একান্ত সহকারী জুলহাস আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আওয়ামী লীগ নেতা মো ফারুক আহমদ চমক আলী, বাবুল আহমদ মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজু, মাজু মিয়া, ডা দুলাল মিয়া, চুনু মিয়া, যুবলীগ নেতা লোকমান আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, মাহবুব আলম প্রমুখ।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন, যুক্তরাজ্য থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল ‘এস’ চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অফ পিস, ফ্রিম্যান অফ দি সিটি অফ লন্ডন)। সহযোগিতায় রয়েছেন, রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী, এহসান চৌধুরী, সাকিব চৌধুরী, কাওছার চৌধুরী ও কামিলা চৌধুরী।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply