সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি কফিল আহমদ চৌধুরীর পক্ষ থেকে সোমবার বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সমাজকর্মী আদনান আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, ইউপি সদস্য ফজির আলী, বাবুল মিয়া ও শফিক আহমদ, মকদ্দস আলী, আব্দুল মতিন, চমক আলী, আজমল আলী প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ জনকে ৫০০ টাকা করে দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply