নিজস্ব প্রতিবেদক : জার্মানির বনে ইউএনএফসিসি আয়োজিত ২৩তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিত করার দাবিতে সিলেটে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সচেতন নাগরিক কমিটি-সনাক ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই কর্মসূচি পালন করা হয়।
সনাক সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম। সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সৈয়দ আশরাফুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও টিআইবির এরিয়া ম্যানেজার কমল কৃঞ্চ সাহা। ধারণাপত্র পাঠ করেন সিলেট ইয়েস গ্রুপের সহ দলনেতা রুপন দে।
অবস্থান সমাবেশে ইয়েস সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতীকি দৃশ্যায়ন করেন।
Leave a Reply