জামিন আবেদন নামঞ্জুর ।। কারাগারে রাগীব আলীর আত্মীয় লায়েকের ভাই মোস্তাক
Published: 10. Oct. 2016 | Monday
নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল মামলায় রাগীব আলীর আত্মীয় দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েকের ভাই দেওয়ান মোস্তাক মজিদকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি দেওয়ান মোস্তাক মজিদ সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাইফুজ্জামান হিরো তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আবদুল খালিক ও রেজাউল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম ও মাহফুজুর রহমান।
জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল সংক্রান্ত মামলায় রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ ৬ জনের বিরুদ্ধে ১০ই আগস্ট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে; কিন্তু এর পরপরই
আসামি রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির ভারতে পালিয়ে যান। আদালত থেকে জামিন নেন তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত। তবে দেওয়ান মোস্তাক মজিদ পলাতক ছিলেন।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত