দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী বলেছেন, বদরযুদ্ধ ছিল ইমানের মহাপরীক্ষা। এতে রোজাদার মুসলিমদের অপূর্ব বিজয়গাথা সত্য ও ন্যায়ের পথে মুসলিমদেরকে যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে।
শুক্রবার মহানগরীর বালুচরে জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, তওহিদ ও ইমান যে এক অজেয় শক্তি, এর সামনে যে দুনিয়ার সব শক্তিই মাথা নত করতে বাধ্য, এ কথা মুসলমানরা পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছিলেন ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে। সেদিন সত্যমিথ্যার পার্থক্য দিবালোকের মতো উদ্ভাসিত হয়ে উঠেছিলো।
জামিআ সিদ্দিকায়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে ও উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামেয়া দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা অধ্যক্ষ ড সৈয়দ রেজওয়ান আহমেদ, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ ও হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে করোনা মাহামারি থেকে পরিত্রাণ চেয়ে দেশ ও মানবজাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply