বিশষ প্রতিবেদক. সুনামগঞ্জ : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মহিলা ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৭ মে দুপুরে জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মাধবী পাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিপ্তা হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শীলা বসু। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির নির্বাহী সদস্য কলি তালুকদার আরতি। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি পুর্নেন্দু ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
প্রধান অতিথি শীলা বসু বলেন, ঐক্যের মাধ্যমে সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে ধর্মের ও রাষ্ট্রের জন্যে কাজ করতে হবে।
Leave a Reply