সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে ইউসুফ আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
উল্লেখ্য, গত ১০ মার্চ জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবার কথা ছিল; কিন্তু ৮ মার্চ তা স্থগিত করা হয়েছিল। পরে নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
Leave a Reply