সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের পক্ষে আওয়ামী পরিবারের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ড জয়া সেন গুপ্তা ও পীর ফজলুর রহমান মিসবাহ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়া ও সাবেক নারী সাংসদ অ্যাডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নে ‘নৌকা’র বিকল্প নেই। জামালগঞ্জের উন্নয়ন চাইলে উন্নয়নের প্রতীক ‘নৌকা’য় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদকে বিজয়ী করতে হবে।
Leave a Reply