সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়া সহ ৩ জনকে আসামি করে যুদ্ধাপরাধ আইনে মামলা দায়ের করেছেন উপজেলার সদরকান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল গণির ছেলে আব্দুল জলিল।
মামলার অন্য আসামিরা হলেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মফিজ আলীর ছেলে মজনু মিয়া ও আবুল খয়েরের ছেলে এনাম উদ্দিন।
মঙ্গলবার সকালে আমল গ্রহণকারী বিচারিক হাকিম আবু আমর মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দেন।
বাদি পক্ষে আইনজীবী ছিলেন শফিকুল আলম ও আব্দুল কাদির জিলান।
Leave a Reply