সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আল আজাদের পক্ষে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সাচনাবাজারে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ ও সদস্য মো জিয়াউল হক। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী।
প্রধান অতিথি নূরুল হুদা মুকুট বলেন, আসন্ন উপ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply