সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী রবিবার সকালে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে তার উপহার দুই কক্ষের একটি করে পাকাঘর তুলে দেন।
এ উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল সাত্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো এরশাদ হোসেন, আওয়ামী লীগ সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপকারভোগী দেবল তালুকদার ও চায়না।
Leave a Reply