সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৪ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামলাবাজ জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম, ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো দুলাল মিয়া, ইউপি সদস্য আব্দুল ওয়াকিব, সদর ইউপি সদস্য গোলাম হোসেন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, মসজিদ কমিটির সভাপতি সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মো আমান উল্লাহ আমান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন হাসান।
উদ্বোধন শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply